টেলিটক ১ জিবি ৭দিন ২১ টাকা যত খুশি ২০২৪ সালের অফার

টেলিটক আবারও আমদের সবার জন্য নিয়ে এসেছে ১ জিবি ৭দিন মেয়াদ মাত্র ২১ টাকা।

২০২৪ সালের নতুন অফার এটি। টেলিটক আগামী, বর্ণমালা, অপরাজিতা সহ সকল গ্রাহক ২১ টাকায় ১ জিবি নিতে পারবেন।

একবার প্যাক কিনলে, আপনি অনায়াসে ৭দিন ব্যবহার করতে পারবেন।

২১ টাকা ১ জিবি ৭দিন টেলিটক প্যাকটি আপনি রিনিউ করতে পারবেন। অর্থাৎ, মেয়াদ শেষ হবার ঠিক আগ মূহুর্তে আবারও এই একই প্যাক কিনলে, নতুন প্যাকের সাথে এমবি যোগ হয়ে যাবে।

পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত অফারটি চলমান থাকবে। আসা করি ২০২৪ সাল জুড়ে এই অফারটি চলমান থাকবে।

বর্তমানে সকল অপারেটর এমবি বা ডাটা প্যাকের দাম বাড়িয়ে দিয়েছে।

এই পরিস্থিতিতে টেলিটক সিমের এই সাশ্রয়ী ইন্টারনেট প্যাকটি অমরা সবাই ব্যবহার করতে পারি।

টেলিটক ১ জিবি ৭দিন ২১ টাকা কেনার নিয়ম:

প্রথমে আপনার সিমটি সচল করে, সিমে টাকা রিচার্জ করতে হবে।

এজন্য আপনি ২৫ টাকা বা ৩০ টাকা রিচার্জ করতে পারেন।

ব্যালেন্সে টাকা থাকলে আর রিচার্জ করতে হবে না। এখন শুধু মাত্র *১১১*৫৩৪# ডায়াল করলেই আপনি ১ জিবি পেয়ে যাবেন।

ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে: *১৫২#

তাহলে আপনি SMS এর মাধ্যমে আপনার ডাটা ব্যালেন্স জেনে নিতে পারবেন।

আমি ১ জিবি ২১ টাকায় কেনার নিয়ম আবারও বলছি:

  • ব্যালেন্সে সর্বনিম্ন ২১ টাকা থাকতে হবে।
  • সিম সচল থাকতে হবে।
  • এখন *১১১*৫৩৪# ডায়াল করতে হবে।
  • তাহলে ব্যালেন্স থেকে ২১ টাকা কেটে নিবে।
  • আপনি ১ জিবি এমবি পেয়ে যাবেন।
  • মেয়াদ থাকবে ৭ দিন।
  • যত বার ইচ্ছা কিনতে পারবেন।
  • মেয়াদ শেষ হওয়ার আগে এই ১জিবি ২১ টাকার প্যাক কিনলে সর্বশেষ মেয়াদ যোগ হবে।
  • *১৫২# ডায়াল করে এমবি চেক করতে পারবেন।

এই নিয়ম ছাড়াও, মাই টেলিটক অ্যাপ থেকে ১জিবি ২১ টাকার এমবি প্যাকটি কিনতে পারবেন।

এজন্য প্লে স্টোর থেকে মাই টেলিটক অ্যাপ ডাউনলোড করে, আপনার টেলিটক ফোন নম্বর দিয়ে লগ-ইন করলেই, ইন্টারনেট প্যাকটি কিনতে পারবেন।

মাই টেলিটক অ্যাপ ব্যবহার করে, অপনি ১ জিবির এমবি প্যাক ছাড়াও অন্যান্য সকল প্যাক কিনতে পারবেন।

সেখানে সরাসরি আপানার অ্যাকাউন্ট ব্যালেন্স এবং এমবি ব্যালেন্স চেক করতে পারবেন।

এই MB প্যাকটি সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানতে পারেন।

Post Writer:
Sohrab

Leave a Comment