জিপি সিমের নম্বর চেক করার ৩টি উপায়

জিপি বা গ্রামীনফোন সিমের মোবাইল নম্বর নিজের ফোন থেকে নিজে চেক করার প্রয়োজন হলে আজকের দেখানো ৩টি উপায়ে নম্বর চেক করতে পারবেন।

প্রিয় পাঠক, ০১৭ বা ০১৩ দিয়ে শুরু হওয়া ফোন নম্বরগুলো হলো জিপি বা Grameen Phone এর নম্বর।

আপনার নিজের গ্রামীনফোন মোবাইলনম্বরটি যদি ভুলে যান, কিংবা নতুন সিম পান কিংবা হঠাৎ প্রয়োজন হলে আজকের দেখানো ৩টি উপায়ে জিপি সিমের নম্বর চেক করতে পারবেন।

প্রিয় পাঠক, নিচের দেওয়া উপায়গুলো ১০০% সঠিক ও পরিক্ষিত। সবাই এই পদ্ধতিগুলো ব্যবহার করে। আমি নিজেও এই পদ্ধতিগুলো অনেকবার ব্যবহার করেছি। তাহলে চলুন উপায়গুলো জেনে নেওয়া যাক।

১। জিপি সিমের নম্বর চেক করুন *2# ডায়াল করে:

প্রথমে আপনার সিমটি মোবাইলে প্রবেশ করান। মোবাইলে লক্ষ্য করুন যে, নেটওয়ার্ক আছে কিনা এবং জিপি সিম চালু হয়েছে কিনা।

আপনার ফোন নেটওয়ার্ক ও সিম চালু হলে:

  • মোবাইলে ডায়াল অপশনে যান
  • এখন *2# ডায়াল করুন
  • এবং আপনার জিপি নম্বর থেকে এটি কল বা ডায়াল করুন

তাহলে দেখতে পাবেন আপনার জিপি ফোন নম্বরটি স্ক্রিণে দেখাবে। আর যদি এভাবে না আসে, বা কোনো কারনে সিমের আউটগোগিং কল ব্লক থাকে, তখন আপনাকে অন্য পদ্ধতি অনুসরন করতে হবে।

২ নং পদ্ধতি: *১২১# ডায়াল করুন:

জিপি সিম থেকে *121# ডায়াল করলে আপনি আপনার জিপি মোবাইল নম্বর দেখতে পাবেন। ঠিক নিচের মতো আসবে:

জিপি নম্বর চেক করার নিয়ম
জিপি নম্বর চেক করার নিয়ম

তাহলে আপনি দেখতে পাবেন, ১ম লাইনে আপনার জিপি নম্বর। শুধু *১২১# ডায়াল করলেই হবে। আর কিছু করতে হবে না।

৩ নং পদ্ধতি: SMS বা Call করুন:

উপরের পদ্ধতিতে কাজ না হলে, আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনার জিপি নম্বরে টাকা না থাকলে, ব্যালেন্স কার্ড রিচার্জ করতে হবে। আর টাকা এবং মেয়াদ থাকলে রিচার্জ করতে হবে না।

এরপরে আপনি সহজে অন্যকোনো নম্বরে ফোন করলেই, সেই মোবাইলে আপনার ফোন নম্বর দেখতে পাবেন।

আর যদি আউটগোয়িং কল ব্লক থাকে তাহলেও আপনার কল যাবে না। তখন আপনাকে অন্য কারো ফোনে SMS পাঠাতে হবে।

SMS পাঠালে, তার ফোনে সেন্ডার নম্বর হিসেবে আপনি আপনার জিপি ফোন নম্বর খুজে পাবেন।

আপনার যদি এসএমএস আউটগোয়িং (SMS Outgoing) ব্লক বা বন্ধ থাকে তাহলে আপনি আর এসএমএস পাঠাতেও পারবে না।

তখন আপনাকে নিচের দেওয়া পদ্ধতিগুলো বেছে নিতে হবে।

আপনার জিপি সিমে যদি Outgoing Call এবং Outgoing SMS দেওয়ার অপশন বন্ধ থাকে তাহলে আপনি *2# বা *121# ডায়ল করে কিংবা কাউকে কল করে কিংবা মেসেজ দিয়ে, আপনার নিজের ফোন নম্বর বের করতে পারবেন না।

এক্ষেত্রে নিচের কিছু পদ্ধতি অনুসরন করতে হবে:

  • কল বা এসএমএস বন্ধ থাকলে সেই অপশন চালু করতে হবে।
  • তাতে কাজ না হলে, আপনার সিমের রেজিস্ট্রেশন পেপারে আপনি নম্বর পেয়ে যাবেন।
  • সিম কেনার সময়, সিম যে কার্ডে যুক্ত থাকে, সেখানে সিমের নম্বর থাকে।
  • এই সিম দিয়ে কোনো অ্যাকাউন্ট খোলা থাকলে, যেমন নগদ, বিকাশ, মাইজিপি বা অন্য যেকোনো অ্যাকাউন্ট থাকলে সেখানে আপনি নম্বর পাবেন।
  • তবুও কাজ না হলে, সর্বশেষে জিপি কাস্টমার কেয়ারে যেতে হবে।

FAQ:

গ্রামীন সিমের নিজের ফোন নম্বর চেক করার কোড কি?

*২# ডায়াল করে, আপনি আপনর গ্রামীন সিমের নিজের নম্বর চেক করতে পারবেন। অথবা *১২১# ডায়াল করে আপনি আপনার গ্রামীন সিমের নম্বর বের করতে পারবেন।

জিপি সিমের নম্বর চেনার উপায় কি?

জিপি সিমের নম্বর শুরু হয় 017 বা 013 দিয়ে। আপনি যখন কোনো ফোন নম্বরের শুরুতে (বাংলাদেশের) 017 বা 013 দেখতে পাবেন, তখন বুঝে নিবেন যে এটা ১০০% জিপি বা গ্রামীনফোন মোবাইল নম্বর।

সোর্স- গ্রামীনফোন

Leave a Comment