টেলিটক বন্ধ সিমের অফার জেনে নিন || ২১ টাকায় ১জিবি যতখুশি || 2023

প্রিয় পাঠক, টেলিটক বন্ধ সিমের বিশেষ এবং আকর্ষনীয় অফার নিয়ে হাজির হলাম। এই বন্ধ অফারে থাকছে টেলিটক সিমে আকর্ষনীয় মিনিট অফার, টেলিটক সিমে আকর্ষণীয় এমবি অফার এবং আকর্ষণীয় বান্ডেল অফার।

টেলিটক বন্ধ সিমের ১ম সেরা ফ্রি এমবি অফার:

যাদের টেলিটক সিম বন্ধ রয়েছে- সেই সকল গ্রাহকগণ সর্বনিম্ন ১০ টাকা বা এর বেশি টাকা টেলিটক সিমে রিচার্চ করার পরে সেই সিম থেকে *১১১*২০২০# ডায়াল করলেই বন্ধ সিমের অফারটি চালু হয়ে যাবে।

এই অফারের অধীনে একদম ১০০% ফ্রিতে ৭ দিন মেয়াদে ২ জিবি ডাটা পাওয়া যাবে এবং ৩ মাস বা ৯০ দিনের জন্য মাত্র ৪৫ পয়সা কল রেট সুবিধা পাওয়া যাবে।

টেলিটকের বন্ধ সিমের ১ জিবি ২১ টাকা এমবি অফার:

বন্ধ থাকা টেলিটক সিমের আরেকটি সেরা অফার হলো ২১ টাকায় ১ জিবি বা ১০২৪ এমবির অফার! আর এই ২১ টাকায় ১ জিবি এমবির মেয়াদ থাকবে ৩০ দিন।

টেলিটক সিম থেকে ২১ টাকায় ১ জিবি এমবি ৩০ দিন মেয়াদে কেনার নিয়ম হলো- নিজ টেলিটক নাম্বার থেকে *১১১*২১# ডায়াল করতে হবে।

যত খুশি তত বার ২১ টাকা দিয়ে ১ জিবি এমবি কেনা যাবে। যার মেয়াদ থাকবে ৩০ দিন।

টেলিটকের বন্ধ সিমের কম্বো অফার:

বন্ধ সিমে ২ টি কম্বো অফার রয়েছে! একটি হলো মাত্র ৪৩ টাকা দিয়ে বন্ধ টেলিটক সিমে যত খুশি ততবার ৪ জিবি এমবি এবং ৪০ মিনিট পাওয়া যাবে। যার মেয়াদ থাকবে ৭ দিন।

আর টেলিটকের বন্ধ সিমের ২য় কম্বো অফার হলো- ৫ জিবি এমবি এবং সাথে ১০০ মিনিট পাওয়া যাবে মাত্র ১০৯ টাকা দিয়ে! যার মেয়াদ ৩০ দিন এবং এই অফার নেয়া যাবে যত খুশি ততবার।

টেলিটক সিমে ১ম কম্বো অফার বা ৪৩ টাকা দিয়ে ৪ জিবি এবং ৪০ মিনিট ৭ দিন মেয়াদে কিনতে ডায়াল করতে হবেঃ
*১১১*৪৩#

আর টেলিটক সিমে ২য় কম্বো অফার বা ১০৯ টাকা দিয়ে ৫ জিবি এবং ১০০ মিনিট ৩০ দিন মেয়াদে কিনতে ডায়াল করতে হবেঃ
*১১১*১০৯#

সর্বশেষ স্পেশাল বন্ধ অফার:

একদম ফ্রিতে ২৩ মিনিট, ফ্রিতে ২৩ টি এসএমএস এবং ৩০ এমবি পাওয়া যাবে। এজন্য ২৩ টাকা রিচার্জ করতে হবে।

এই ২৩ টাকা টেলিটক সিমের মূল ব্যালেন্সেই থাকবে। তবে এই ২৩ টাকার মেয়াদ হবে ১০ দিন! ২৩ মিনিট এবং ২৩ টি এসএমএস শুধু মাত্র টেলিটক থেকে টেলিটক এ ব্যবহার করা যাবে।

টেলিটক সিমের এই স্পেশাল অফার পেতে সিমে ২৩ টাকা রিচার্জ করার পরে ডায়াল করতে হবেঃ
*১১১*২৩#

আপনার টেলিটকের সিমে বন্ধ অফার পাওয়া যাবে কিনা তা চেক করার উপায়:

আপনার নিজস্ব টেলিটকের নাম্বারে বন্ধ সিমের এই অফার পাওয়া জন্য আপনার সিমটি অবশ্যই প্রিপেইড সিম হতে হবে! টেলিটক নাম্বারটি একটানা ৯০ দিন বা এর বেশি সময় বন্ধ থাকতে হবে।

আপনার টেলিটক নাম্বারে বন্ধ অফার পাওয়া যাবে কিনা এটা চেক করার জন্য যেকোনো একটি টেলিটক সিম থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে যেই নাম্বারে অফার পাবেন কিনা তা চেক করতে চান সেই নাম্বার লিখে পাঠিয়ে দিন ১১২ নাম্বারে।

সোর্চ – টেলিটক ডট কম বিডি

কিছু প্রশ্ন উত্তরঃ

টেলিটকে ব্যালেন্স দেখার নিয়ম কি ?

*১৫২# ডায়াল করলে ব্যালেন্স দেখা যাবে।

টেলিটকে এমবি দেখার নিয়ম কি ?

*১৫২# ডায়াল করতে হবে।

টেলিটকে SMS চেক করার নিয়ম কি?

*১৫২# দিয়ে দেখা যাবে।

টেলিটক কোন দেশের সিম ?

এটি বাংলাদেশের নিজস্ব সিম।

টেলিটকের কোড কত দিয়ে শুরু ?

০১৫ দিয়ে শুরু।

বাংলাদেশের সিমের কান্ট্রি কোড কত?

+৮৮০

টেলিটক ৫ জি চালু করে কতো সালে ?

১২ ই ডিসেম্বর ২০২১ সালে ।

Leave a Comment