জিপি সিমে এমবি মেয়াদ আজীবন থাকবে ১ জিবি ৩০ টাকা করে ২০২৩ সালের ধামাক্কা

প্রিয় পাঠক, ২০২৩ সালে জিপি সিমে এমবি কিনলে তার মেয়াদ থাকবে আজীবন বা সারাজীবন আর ১ জিবি এমবির দাম পড়বে মাত্র ৩০ টাকা করে।

জিপি সিমের এই ইন্টারনেট প্যাকের নাম হলো জিপি আনলিমিটেড প্যাক। এই প্যাকটি যতখুশি ততবার কেনা যাবে।

আর এই ইন্টারনেট প্যাক দিয়ে সব কিছু করা যাবে। অর্থাৎ এই প্যাক হলো অন্যান্য ইন্টারনেট প্যাকের মতোই, তবে মেয়াদ থাকবে সারাজীবন।

আমরা অনেকেই এতোদিন ধরে সারাজীবন মেয়াদ থাকবে, এমন ইন্টারনেট প্যাক চেয়েছি। আর জিপি আমাদের এই আবদার পূরণ করেছে।

জিপি সিমের এমবি অফার দেখে দেখে আমরা অনেকেই কম টাকায় বেশি এমবি কিনতে চাইতাম ঠিকি, কিন্তু মেয়াদ থাকে কম।

কিন্তু আজকের জিপি এমবি অফারের মেয়াদ থাকবে সারাজীবন। তাহলে চলুন বিস্তারিত জেনে আসি।

জিপি সিমে আজীবন এমবি অফার প্যাকে সম্পর্কে বিস্তারিত:

প্রিয় পাঠক, আজকের জিপি এমবি অফার প্যাকে যে আজীবন বলা হচ্ছে- সেটির মেয়াদ আসলে ১০ বছর।

এই ১০ বছর মেয়াদ প্যাকটি, জিপি সিমে আজীবন বা সারাজীবন এমবি মেয়াদের প্যাক নামে পরিচিত।

তবুও, ১০ বছর মেয়াদ মানেও কিন্তু অনেক। কারণ, আমরা অল্প অল্প করে ইন্টারনেট চালালেও ১ বার ইন্টারনেট কিনে ১০ বছর না শেষ হতেই, এমবি শেষ হয়ে যাবে হয়তো।

তাহলে চলুন- আমাদের আলোচিত আজকের এই ইন্টারনেট প্যাকটি কেনার নিয়ম জেনে আসি।

জিপি সিমের এই প্যাক কোড ডায়ল করে কেনার নিয়ম:

  • ৪০ জিবি ইন্টারনেট প্যাক এটি।
  • এই ৪০ জিবি ইন্টারনেট প্যাক এর দাম হলো ১১৯৯ টাকা।
  • এই হিসেবে ১ জিবি ইন্টারনেট ৩০ টাকা করে দাম হয়।
  • জিপির এই প্যাকের মেয়াদ হলো: আজীবন বা ১০ বছর।
  • কেনার কোড হলো: *121*3318#
  • গ্রামীণ সিমের এই প্যাক সহ সকল ইন্টারনেট বা এমবি চেক করার কোড হলো: *121*1*4#
  • এই প্যাক কিনলেও জিপি সিমের অন্যান্য এমবি অফারও নিতে পারবেন, সমস্যা হবে না।
  • গ্রামীণ সিমের এই ইন্টারনেট প্যাকের এমবি ট্রান্সফার করা যাবে না।
  • এই এমবি প্যাকের মেয়াদ বাড়ানো যাবে।
  • অর্থাৎ আপনি যখনি এই একই এমবি প্যাক কিনবেন, তখনই আগের একই প্যাকের সাথে যুক্ত হবে।
  • জিপি সিমের এই প্যাক স্কিটো সিম থেকে কেনা যাবে না।

মাই জিপি অ্যাপ থেকে এই আজীবন এমবি প্যাক কেনার নিয়ম:

প্রিয় জিপি সিমের গ্রাহক, আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে, তাহলে আপনি প্লে-স্টোর থেকে মাই জিপি অ্যাপ ইনস্টল করে, সেটা আপনার জিপি সিমের নাম্বার দিয়ে প্রথমে চালু করে নিবেন।

এরপরে- সেই অ্যাপ থেকে ইন্টারনের প্যাক নামক লেখায় প্রবেশ করলে- ইন্টারনেটের বিভিন্ন প্যাক পেয়ে যাবেন।

সেখানে আপনি ১১৯৯ টাকায় ৪০ জিবি ইন্টারনেট প্যাক আজীবন মেয়াদের অফার লেখা খুজে পাবেন। ঠিক নিচের ছবির মতো।

জিপি সিমে আজীবন মেয়াদে এমবি অফার
জিপি সিমে আজীবন মেয়াদে এমবি

এরপরে আপনি সেই প্যাকটি কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনার জিপি সিমের মেইন ব্যালেন্সে ১১৯৯ টাকা থাকতে হবে।

প্যাকটি কিনলে, আপনার সিমের ব্যালেন্স থেকে ১১৯৯ টাকা কেটে নেওয়া হবে। আর আপনি পেয়ে যাবেন ৪০ জিবি ইন্টারনেট, যার মেয়াদ থাকবে আজীবন (১০বছর)।

রিচার্জ করে জিপি সিমে আজীবন মেয়াদের এমবি প্যাক কেনার নিয়ম:

প্রিয় জিবি গ্রাহক, আপনি টাকা রিচার্জ করার মাধ্যমেও জিপি সিমে এই সারাজীবন মেয়াদের এমবি অফার প্যাক কিনতে পারবেন।

এজন্য আপনাকে ১১৯৯ টাকা রিচার্জ করতে হবে। আর টাকা রিচার্জ করার আগে নিশ্চিত হতে হবে যে একসাথে ১১৯৯ টাকা রিচার্জ করা সম্ভব কিনা।

আবার কোথায় থেকে রিচার্জ করতে হবে, সেটাও নিশ্চিত হতে হবে। টাকা রিচার্জ করে এমবি প্যাক কেনার নিয়ম অনেক সহজ হলেও, অনেক সময় ঝামেলা হয়।

কারণ, সঠিক পরিমানে অ্যামাউন্ট রিচার্জ না করলে নির্দিষ্ট প্যাক চালু নাও হতে পারে।

আবার যখন আপনি টাকা রিচার্জ করতে চাচ্ছেন, তখন, সেই ইন্টারনেট আফার আর নাও থাকতে পারে।

প্রিয় পাঠক, ইন্টারনেট কেনা জন্য উপরের ৩টি সহজ নিয়ম দেখালাম। আপনার কাছে যেই নিয়ম সহজ মনে হবে, আপনি সেই নিয়মে ইন্টারনেট কিনতে পারেন।

জিপি সিম ছাড়াও টেলিটক সিমে এই একই রকম এমবি কেনার অফার রয়েছে, যার মেয়াদ থাকবে ১৪ বছর।

আর টেলিটক সিমের আজীবন মেয়াদে এমবি প্যাকের দাম অনেক কম। টেলিটকে মাত্র ৩০৯ টাকায় দেয়া হচ্ছে ২৬ জিবি করে, মেয়াদ ১৪ বছর।

এই হিসেবে ১ জিবি এমবির দাম হবে মাত্র ১২ টাকা করে।

তাই, আপনি চাইলে নিচ থেকে টেলিকটের আজীবন মেয়াদে এমবি কেনার নিয়ম দেখতে পারেনঃ

কিছু প্রশ্ন-উত্তর:

জিপি নামের অর্থ কি?

জিপি এর অর্থ হলো গ্রামীণফোন। গ্রামীণফোনকে সংক্ষেপে বলা হয় জিপি।

গ্রামীণ সিমের এমবি চেক করবো কিভাবে?

গ্রামীণ সিমে সকল প্রকার এমবি বা ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুন: *১২১*১*৪#

জিপি সিমে ব্যালেন্স বা টাকা চেক করার নিয়ম কি?

জিপি সিমে কত টাকা আছে সেটা চেক করার জন্য ডায়াল করুন: *৫৬৬#

নিজের সিমের নাম্বার চেক করার নিয়ম কি?

নিজের মোবাইলে থাকা জিপি সিমের নাম্বার চেক করার জন্য ডায়াল করুন: *২#

জিপি সিমের এমবি কেনার কোড কি কি?

প্রিয় গ্রাহক, *১২১*৩৩১৮# কোডটি ডায়াল করে আপনি ১১৯৯ টাকায় ৪০ জিবি কিনতে পারবেন। এটি ছাড়া অন্যান্য আরো প্যাক কেনার জন্য আপনি আপনার ফোনে আসা নিয়মিত মেসেজ চেক করলে, জিপি সিমের এমবি কেনার অনেক কোড পাবেন। এছাড়াও মাই জিপি অ্যাপে অনেক অফার পাবেন।

জিপি আনলিমিটেড প্যাক কি?

যেই ইন্টারনেট প্যাক কিনলে সারা জীবন মেয়াদ থাকবে, সেটার নাম হলো আনলিমিটেড প্যাক।
আবার জিপি সিমের অনেক প্যাক আছে- যেগুলো মেয়াদ থাকে নির্দিষ্ট সময় পর্যন্ত, কিন্তু এমবির কোনো লিমিট থাকে না। এগুলোকে বলা হয় জিপি আনলিমিটেড ইন্টারনেট প্যাক।

সোর্স- গ্রামীণফোন

2 thoughts on “জিপি সিমে এমবি মেয়াদ আজীবন থাকবে ১ জিবি ৩০ টাকা করে ২০২৩ সালের ধামাক্কা”

  1. লেখক বাটপারি পোস্ট দিছে। এই প্যাকেজ এর মূল্য ১১৯৯ টাকা। এর চেয়ে টেলিটক এর ৩০৯ টাকায় ২৬ জিবি ১০বছর মেয়াদ।

    Reply
    • ধন্যবাদ আপনার কমেন্টে এর জন্য।
      আপনি ঠিক বলেছেন।
      টেলিটকের ২৬ জিবি প্যাকেজের পোষ্টও দেয়া আছে আমাদের সাইটে।
      তবে, অনেক জায়গায় টেলিটকের নেট পায়না। তারা জিপি ইউজ করে।

      Reply

Leave a Comment