আমরা যারা সৌদি আরবে আছি, তাদেরকে নিয়মিত সৌদি ১ রিয়াল প্রতি আজকের বাংলাদেশে কত টাকা দিচ্ছে সেই রেট জানতে হয়।
১ সৌদি রিয়াল দিলে আপনি বাংলাদেশের কত টাকা পাবেন সেটা আপনাকে আগে জানতে হবে, তাহলে আপনার মোট টাকার পরিমান জানতে পারবেন।
এরফলে, আপনি আপনার কাছে থাকা সকল সৌদি রিয়ালের বিনিময়ে কত টাকা পাবেন, সেই হিসাব করতে পারবেন।
প্রিয় পাঠক, আমি আপনাকে বাংলাদেশে ব্যাংকের দেওয়া সৌদির রিয়াল রেট জানাচ্ছি।
কারণ, আপনি যখন কোনো ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাবেন, তখন আপনি বাংলাদেশ ব্যাংকের এই Rate পাবেন।
তাহলে চলুন বাংলাদেশ ব্যাংক থেকে আজকের সৌদি ১ রিয়াল প্রতি কত টাকা দিচ্ছে দেখে নিই।
সৌদি রিয়াল আজকের রেট হিসেবে 1 রিয়াল প্রতি বাংলাদেশে কত টাকা করে দিচ্ছে:
নিচের টেবিলে সৌদি ১ রিয়াল হারে আজকের বাংলাদেশ টাকা (BDT) রেটা দেখুন:
আপডেট তারিখ: ২৬ জুন ২০২৪
সৌদি রিয়াল: | বাংলাদেশ টাকা: |
---|---|
1 রিয়াল = | 31 টাকা |
10 রিয়াল = | 310 টাকা |
100 রিয়াল = | 3102 টাকা |
তারিখ: জুন ২০২৪
প্রিয় পাঠক, আপনার কাছে যেই পরিমান সৌদি রিয়াল আছে, সেগুলো দিয়ে আপনি বাংলাদেশের কত টাকা পাবেন তা জানতে, আজকের দেওয়া ১ রিয়ালের রেট দিয়ে, আপনি আপনার কাছের মোট রিয়ালকে গুণ দিবেন।
তাহলেই আপনি আপনার বর্তমান রিয়ালের বদলে টাকার রেট পেয়ে যাবেন।
- আরো পড়ুন- বাংলাদেশি সকল খাবার তৈরির রেসিপি
সৌদি ১ রিয়াল প্রতি আজকে ব্যাংক রেট কত টাকা করে দিচ্ছে?
প্রিয় পাঠক, বাংলাদেশে অনেক নামকরা ব্যাংক রয়েছে। সব ব্যাংকেই প্রবাসিরা টাকা পাঠাতে পারে।
তবে আমার পছন্দ হলো ইসলামি ব্যাংক। অনেকেই এই ইসলামি ব্যাংকে সৌদি থেকে টাকা পাঠায়।
কারণ, ইসলামি ব্যাংক সবচেয়ে বেশি সৌদি টাকার রেট দেয়। আর টাকা পাঠানোর সাথে সাথে দেশে চলে যায়।
ইসলামি ব্যাংকে কার্ডের ব্যবস্থাও রয়েছে। আর ইসলামি ব্যাংকের সেবার মান ভালো।
যাইহোক, ইসলামি ব্যাংক বাংলাদেশে ব্যাংকের নির্ধারণ করা হিসেবে সৌদির রিয়ালের বিনিময়ে টাকার রেট দেয়।
অর্থাৎ উপরের দেওয়া রেটে ইসলামি ব্যাংক সহ অন্যান্য কিছু ব্যাংক সৌদির রিয়ালের রেট দেয়।
মজার বিষয় হলো, কোনো ব্যাংক আপনাকে উপরের দেওয়া রেটের চেয়ে বেশি টাকা দিবে না।
তবে আপনি যদি অন্য কোনো অবৈধ ভাবে টাকা পাঠান সেটা ভিন্ন কথা।
সৌদি রিয়াল বেশি দামি নাকি টাকা বেশি দামি?
আমরা যারা সৌদি আরবে প্রবাসে আছি, তারা অনেকেই জানতে চাই যে আমাদের প্রিয় বাংলাদেশের টাকার দাম বেশি নাকি সৌদির রিয়ালের দাম বেশি?
প্রিয় পাঠক, এটা আপনি রেট দেখলেই সহজে বুঝতে পারবেন।
কারন, ১ সৌদি রিয়ালে আপনি প্রায় ৩১ টাকা পাবেন।
আরো সহজ ভাবে আমি আপনাকে বোঝানো চেষ্টা করি, ধরুন সৌদির রিয়াল ও টাকা কে আমরা ঘোড়ার সাথে তুলনা করলাম।
তাহলে পাই, সৌদির ১টি ঘোড়া = বাংলাদেশের ৩১টা ঘোড়া।
অর্থাৎ সৌদির ঘোড়া বেশি শক্তিশালী হবে। কারণ, সৌদির ১টা ঘোড়া বাংলার ৩১টার সমান।
ঠিক তেমনি, সৌদির রিয়ালের দাম বা মূল্য বাংলাদেশের টাকার চেয়ে বেশি দামি হবে।
কিছু প্রশ্ন-উত্তর:
উত্তর: সৌদি আরবের মুদ্রা বা টাকা বা কারেন্সির নাম হলো রিয়াল। রিয়াল সৌদি সহ আরো কয়েকটি দেশের মুদ্রার নাম।
উত্তর: বাংলাদেশের টাকার চেয়ে সৌদির রিয়ালের দাম বেশি। এজন্য আমাদের দেশের প্রবাসিরা সৌদি গিয়ে লাভবান হন।
উত্তর: আপনি সৌদি থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য ব্যাংক মাধ্যম ব্যবহার করতে পারেন। এতে করে আপনি নিরাপদে দেশে টাকা পাঠাতে পারবেন, আপনি ২.৫% করে বাড়তি টাকা পাবেন, মূল টাকার সাথে।