ফ্রাইড বাটারফ্লাই শ্রিম্প বানানোর সহজ রেসিপি

প্রিয় পাঠক, আজকে আমরা ফ্রাইড বাটারফ্লাই শ্রিম্প বানানোর নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এটি চিংড়ি মাছ দিয়ে তৈরি করা যায়, এমন একটি মজার খাবার।

বন্ধুরা, ফ্রাইড বাটারফ্লাই শ্রিম্প হলো একটি চাইনিজ খাবার। খাবারটি চাইনিজ হলেও এই ফ্রাইড বাটারফ্লাই শ্রিম্প ছোট বড় সকলের কাছেই অনেক জনপ্রিয়।

কারন, এর তেলে ভাজা স্বাদ সবার জ্বিভে জল এনে দেয়। তাছাড়া এই ফ্রাইড বাটার ফ্লাই শ্রিম্প এর মধ্যে থাকে চিংড়ি ও ডিম।

আমরা জানি চিংড়ি হলো প্রাণিজ আমিষের অন্যতম উৎস! আর ডিমের পুষ্টি মান সবারই জানা।

এজন্য এই ফ্রাইড বাটারফ্লাই শ্রিম্প স্বাদে, গুণে মানে ও পুষ্টিতে ভরপুর একটি চাইনিজ খাবার।

তাহলে চলুন জেনে নেয়া যাক ফ্রাইড বাটারফ্লাই শ্রিম্প রান্নার সহজ রেসিপি।

ফ্রাইড বাটারফ্লাই শ্রিম্প বানানোর উপকরণ সমূহ:

ফ্রাইড বাটার ফ্লাই শ্রিম্প বানানোর প্রধান উপাদান হলো চিংড়ি। কোন উপাদান কি পরিমান নিবেন তা দেখে নিনঃ

  • মাঝাড়ি আকারের চিংড়ি নিবেন ২ কাপ পরিমান। চিংড়ি অবশ্যই খোসা সহ মেপে নিবেন ২ কাপ। এরপর লেজ রেখে খোসা ছাড়াতে হবে।
  • সয়াসস নিবেন ১ টেবিল চামচ।
  • লাল সিরকা নিবেন ১ চা চামচ।
  • লবণ নিতে হবে হাফ চা চামচ।
  • টেস্টি সল্ট নিতে পারেন আপনার স্বাদ মতো।
  • আদা নিবেন ১ চা চামচের ৪ ভাগের এক ভাগ। আদা মিহি কুচি বা বেঁটে নিলেও হবে।
  • ময়দা নিতে হবে দেড় টেবিল চামচ।
  • এ্যাবারুট নিতে হবে দেড় টেবিল চামচ।
  • ২টি মুরগির ডিম ভালো করে ফেটিয়ে নিবেন।
  • ভাজার জন্য পরিমান মতো তেল নিবেন।

এই সমস্ত উপকরন প্রস্তুত করে নিবেন। ঠিকঠাক মতো মেপে নিবেন।

আপনার যদি বেশি পরিমানে ফ্রাইড বাটারফ্লাই শ্রিম্প বানানোর প্রয়োজন হয়, তবে সকল উপকরণ পরিমান মতো অনুপাতে বাড়িয়ে দিবেন।

এবার চলুন জেনে নেয়া যাক কিভাবে ফ্রাইড বাটারফ্লাই শ্রিম্প বাননো শুরু করবেন।

ফ্রাইড বাটারফ্লাই শ্রিম্প তৈরির নিয়ম:

বাটার ফ্লাই শ্রিম্প বানানোর জন্য প্রথমেই আপনাকে লেজ রেখে খোসা ছাড়ানো চিংড়ির মাথা বাদ দিতে হবে।

এরপরে চিংড়ির নীচের দিকের বাাঁকানো অংশের লম্বায় চিড়ে নিয়ে, প্রজাপতির মতো ছড়িয়ে দিতে হবে।

এরপর, চিড়ে রাখা চিংড়িগুলোকে সিরকা, লবন, টেস্টিসল্ট ও আদা দিয়ে ভালো মতো মেখে নিতে হবে এবং এভাবে মাখানো চিংড়িকে ১৫ মিনিট পর্যন্ত ঢেকে রাখতে হবে।

ফ্রাইড বাটারফ্লাই শ্রিম্প বানানোর এই ধাপে এসে ফেটানো ডিম, ময়দা ও এ্যাবারুট একসাথে মিশাতে হবে।

এরপরে ডুবো তেলে ভাজার জন্য পাত্রে তেল দিয়ে গরম করতে হবে। তেল যথেষ্ট গরম হলে চিংড়ি ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলে ভাজতে হবে।

বাদামী বর্ণ করে ভাজতে হবে! লক্ষ্য রাখতে হবে যেনো ভাজা বেশি না হয়! ব্যাস, এভাবেই বানানো হয়ে গেলো ফ্রাইড বাটারফ্লাই শ্রিম্প।

সতর্কতা:

তেলে ভাজার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। ভাজা বেশি হলে পুড়ে যাবে। ছোটরা এই ফ্রাইড বাটারফ্লাই শ্রিম্প তৈরি করার ক্ষেত্রে বড়দের সাহায্য নিবেন।

ফ্রাইড বাটারফ্লাই শ্রিম্প কোন দেশের খাবার ?

এই ফ্রাইড বাটারফ্লাই শ্রিম্প চাইনিজ খাবার।

বাটারফ্লাই শ্রিম্প কি দিয়ে রান্না করা হয় ?

চিংড়ি মাছ ‍দিয়ে রান্না করা হয়।

Leave a Comment