টেলিটক সিম থেকে ১৭ টাকায় ২ জিবি। টেলিটক সিমে ১৭ টাকায় ২ জিবি মেয়াদ ১৫ দিন অফার সম্পর্কে জেনে নিন।
(এই অফারটি বর্তমানে বন্ধ রয়েছে)
আমরা যারা রেগুলার টেলিটক সিম ব্যবহার করি, তাদের জন্য অফারটি দারুন ছিলো।
আবার যারা নতুন টেলিটক সিম কিনেছেন, বা বন্ধ সিম চালু করেছেন, তারাও এই অফারটি নিতে পারবেন।
তবে- বন্ধ টেলিটক সিমের আরো কিছু দারুন অফার রয়েছে। এজন্য বন্ধ টেলিটক সিমের অফারের জন্য এই লেখা পড়তে হবে।
প্রিয় পাঠক, আমাদের দেশের টেলিটক সিম থেকে “শতবর্ষ অফার” নামে অফার চালু করা হয়েছে। সেই অফার চলছে বছরের ১ম থেকেই।
এই ”শতবর্ষ অফার” এখনও চলমান। আর এই অফার সকলের জন্য। সবাই এই ১৭ টাকায় ২ জিবি অফার নিতে পারবেন।
এজন্য আপনার একটি রেজিস্ট্রেশন করা সচল টেলিটক সিম ও মোবাইল থাকতে হবে।
আপনি মাসে ২ বার করে, সারা বছর এই ১৭ টাকার ২ জিবি অফার নিতে পারবেন। অর্থাৎ বছরে ২৪ বার এই অফারটি নিতে পারবেন।
তাহলে, চলুন- ১৭ টাকায় ২ জিবি ১৫ দিন মেয়াদে এমবির অফার কিভাবে নিবেন, তা জেনে নেওয়া যাক ।
টেলিটক সিমে ১৭ টাকায় ২ জিবি মেয়াদ ১৫ দিন:
প্রিয় ভিজিটর, আপনার এই অফারটি নেওয়ার জন্য কোনো কোড ডায়াল করতে হবে না।
শুধু মাত্র রিচার্জের মাধ্যমে টেলিটক সিমে ১৭ টাকায় ২ জিবি মেয়াদ ১৫ দিন অফার নিতে পারবেন।
এজন্য, মোবাইলে থাকা সচর টেলিটক সিমে ১৭ টাকা রিচার্জ করতে হবে। ফ্লেক্সিলোডের মাধ্যমে রিচার্জ করতে পারেন।
অথবা আপনার ফোনের মোবাইল ব্যাংকিং, যেমন, বিকাশ, রোকেট, নগদ, ইত্যাদি থেকেও রিচার্জ করতে পারেন।
তবে অবশ্যেই আপনাকে একাবরে ১৭ টাকা রিচার্জ করতে হবে। এরপরে আর কিছু করতে হবে না।
আপনার ফোনে একটি মেসেজ আসবে- সেখানে আপনি দেখতে পাবেন যে- ১৭ টাকা কেটে নেওয়া হয়েছে, এবং ২ জিবি এমবি আপনাকে দেওয়া হয়েছে।
আর যার মেয়াদ থাকবে ১৫ দিন। আপনি ঠিক ১৫ দিন পরে, অর্থাৎ যখন এই মেয়াদ শেষ হবে, ঠিক তখন, আবার ১৭ টাকা রিচার্জ করে, এই অফার নিতে পারবেন।
এভাবে চলতেই থাকবে। আমরা এই অফার বর্তমানে অনেকেই ব্যবহার করছি। আপনিও করুন।
আপনি টেলিটক অ্যাপ থেকে এই অফার নিতে পারবেন না। কারণ, সেখানে এই অফার দেওয়া থাকে না।
এই অফার নিতে হলে, কেবল মাত্র আপনাকে ১৭ টাকা রিচার্জ করেই নিতে হবে।
- আরো পড়ুন- আজীবন এমবির মেয়াদ নিন
কিছু প্রশ্ন:
০১৫ এটা টেলিটক সিমের নাম্বার।
*১৫২# এই কোড ডায়াল করে আপনি টেলিটক সিমের ব্যালেন্স দেখতে পারবেন।
*১৫২# ডায়াল করলে, একটি এসএমএস আসবে। সেখানে আপনার এমবির পরিমান দেওয়া থাকবে।