টেলিটক সিমে এমবি কিনুন ১৪ বছর মেয়াদ (1GB 12TK)

প্রিয় পাঠক, আপনার যদি ১ টি টেলিটক সিম থাকে, তবে সেই সিমে আপনি চাইলে ১৪ বছর মেয়াদ সহ এমবি কিনতে পারবেন। এই এমবি কেনার অফারটি সবাই পাবেন।

আপনি জেনে খুশি হবেন যে, একবার এমবি কিনে আপনি ১৪ বছর ব্যবহার করতে পারবেন এবং আপনাকে আর কোনো চার্জ বা রিনিউ করতে হবে না।

এটি কিন্তু টেলিটকের কোনো বিশেষ অফার নয়। বরং আজীবন মেয়াদের এই এমবি প্যাক টেলিটক তৈরি করেছে- রেগুলার প্যাক হিসেবে।

অর্থাৎ এটি একবার কিনলে বা নিলে ফুরিয়ে যাবে না। আপনি যত ইচ্ছা তত কিনতে পারবেন।

আর যত বার কিনবেন, সেটা আগের কেনা একই প্যাকের সাথে যোগ হয়ে যাবে।

টেলিটক সিম অপারেটর ১৪ বছর বা আজীবন মেয়াদ এর ২ টি প্যাক এনেছে সকল টেলিটক গ্রাহকের জন্য।

৩জি বা ৪জি বা ৫জি সহ সকল সিমের গ্রাহক এই ডাটা প্যাক কিনতে পারবেন। তাহলে চলুন কেনার পদ্ধতি ও দাম বিস্তারিত জেনে নেয়া যাক।

টেলিটক সিমে ২৫ জিবি এমবি মেয়াদ ১৪ বছর ৩০৯ টাকা (১জিবি ১২ টাকা করে):

১৪ বছর মেয়াদে টেলিকট ২৫ জিবি এমবির প্রথম প্যাকটির দাম রাখা হয়েছে ৩০৯ টাকা। এই হিসেবে ১ জিবি এমবির দাম হবে মাত্র ১২ টাকা ৩৬ পয়সা।

আপনি টেলিটক সিমে সরাসরি ডায়াল কোড ব্যবহার করে কিংবা মাই টেলিটক অ্যাপ থেকে ২৫ জিবি এমবি ১৪ বছর মেয়াদের প্যাকটি কিনতে পারবেন।

আপনি কোড ব্যবহার করেও ২৫ জিবি MB ১৪ বছর মেয়াদে কিনতে পারবেন, নিচের কোড ডায়াল করে:

ডায়াল করুন: *১১১*৩০৯#

এই কোড ডায়াল করার সাথে সাথে আপনার ব্যালেন্স থেকে ৩০৯ টাকা কেটে নেয়া হবে এবং ২৫ জিবি এমবি চলে আসবে।

মাই টেলিটক অ্যাপ থেকে এমবি কেনার জন্য আপনার ফোনে মাই টেলিটক অ্যাপ ইনস্টল করতে হবে।

অ্যাপ ঠিকানা: মাই টেলিটক

শর্ত সমূহ:
আপনার মূল ব্যালেন্সে অবশ্যই ৩০৯ টাকা থাকতে হবে।
টেলিটক সিম বৈধ ও সচল থাকতে হবে।
প্রিপেইড ও পোস্টপেইড সকল গ্রাহক এই এমবি প্যাক কিনতে পারবেন।
ডাটা ব্যালেন্স চেক করতে *১৫২# ডায়াল করতে হবে। তাহলে এসএমএস আসবে এবং কত এমবি আছে তা আপনি জানতে পারবেন।

আপনি ৩ জি বা ৪ জি সিম থেকে এই আজীবন মেয়াদে এমবি কিনতে পারবেন।

শর্ত:
এমবি কেনার আগে অবশ্যই ১২৭ টাকা আপনার ব্যালেন্সে রাখুন।
কোডটি সঠিক ভাবে ডায়াল করুন।
এমবি চেক করার জন্য *১৫২# ডায়াল করুন।

প্রিয় পাঠক, টেলিটক আমাদের বাংলাদেশের নিজস্ব সিম। এজন্য আমাদের কম দামের আজীবন মেয়াদে MB দিচ্ছে।

কিন্তু, হতাশার কথা হলো আমরা অনেক এলাকায় টেলিটক সিমের ভালো নেটওয়ার্ক পাইনা। তবে শহর অঞ্চলে টেলিটক সিমের ভালো স্পিড পাওয়া যায়।

এজন্য টেলিটক সিমে এমবি কেনার আগে আপনার এলাকায় টেলিটক সিমের এমবি বা ডাটা স্পিড কেমন তা যাচাই করে নিবেন।

বর্তমানে টেলিটক সিম কম্পানি গ্রাহক সেবার মান উন্নয়ন করার জন্য কাজ করে যাচ্ছে। আশা করি ভবিষ্যতে আমরা ভালো কিছু পাবো।

তাই টেলিটক সিম ব্যবহার করুন। দেশের টাকা দেশে রাখুন।

কিছু প্রশ্ন-উত্তর (FAQ):

টেলিটক কোন দেশের কম্পানির সিম?

বাংলাদেশের নিজস্ব সিম অপারেটর টেলিটক। টেলিটক বাংলাদেশের সিম।

টেলিটকের ফোন নাম্বার চেনার উপায় কি?

টেলিটক ফোন নাম্বার ০১৫ দিয়ে শুরু হয়। কোনো নাম্বার ০১৫ দিয়ে শুরু হলে বুঝতে হবে যে এটা টেলিটক সিমের নাম্বার।

টেলিটক সিমের টাকা দেখার নাম্বার কি?

*১৫২# ডায়াল করে আপনি টেলিটক সিম থেকে সরাসরি টাকা দেখতে পারবেন।

এই টেলিটক সিম থেকে এমবি দেখার নম্বর কত?

সিম থেকে *১৫২# ডায়াল করলে আপনাকে প্রথমে টাকা দেখাবে এবং একটু পরে ১টি এসএমএস আসবে, সেখানে কত এমবি আছে সেটা দেয়া থাকবে। এভাবে আপনি MB চেক করতে পারবেন।

টেলিটক সিমের নম্বর কয়টি থাকে?

বাংলাদেশের অন্যান্য সিমের মতো টেলিটক সিমে ১১ টি নম্বর থাকে।

বাংলাদেশের কান্ট্রি কোড কত?

+৮৮০ হলো বাংলাদেশের কান্ট্রি কোড। এটি সকল সিমের নম্বরের শুরুতে থাকে।

বাংলাদেশের কোথায় টেলিটক সিম বেশি চলে?

বাংলাদেশের ঢাকা শহরে বর্তমানে টেলিটক সিমের গ্রাহক বেশি এবং এখানে টেলিটক সিম ভালো চলে।

টেলিটক সিমে কি ৪জি পাওয়া যায়?

হ্যাঁ। শহরঞ্চাল সহ অনেক এলাকায় টেলিটক সিমে ৪জি নেটওয়ার্ক পাওয়া যায়।

টেলিটক সিমের এমবি দিয়ে কি গেম খেলা যাবে ?

হ্যাঁ। টেলিটক সিমের যেখানে ৪জি রয়েছে, সেখানে ভালো ভাবে গেম খেলা যাবে।

2 thoughts on “টেলিটক সিমে এমবি কিনুন ১৪ বছর মেয়াদ (1GB 12TK)”

  1. গ্রামে নেট তো দুরের কথা।কথাও বলা যায়না।দেশের সিম আছে অথচ সব লুটেপুটে খাচ্ছে বিদেশি কোম্পানি গুলো।নেটওয়ার্ক নিয়ে কাজ করেন তাহলে সবাই ব্যাবহার করবে।

    Reply

Leave a Comment